• October 20, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

শাকিব খানের ‘তুফান’ সিনেমায় চঞ্চল চৌধুরী

রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় শাকিব খানের বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে ভারতে। নতুন করে এই সিনেমায় যুক্ত হয়েছেন চঞ্চল চৌধুরী।

চঞ্চল চৌধুরী বলেন, ‘তুফান সিনেমায় আমাকে বিশেষ একটা চরিত্রে দেখা যাবে। শাকিবের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের জায়গা একদম অন্যরকম। আশা করি তার সঙ্গে কাজ করে ভালো লাগবে। আর এতো বড় তিনটা প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে, অবশ্যই ভালো কিছুই হবে।’

‘তুফান’ সিনেমাটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি।

পরিচালক রায়হান রাফী বলেন, ‘চঞ্চল ভাই আমাদের দেশের শক্তিমান অভিনেতা। তুফান সিনেমায় শাকিব ভাইয়ের সঙ্গে ওনাকেও পাওয়াটা আমার জন্য আনন্দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *