এই প্রথম কোনো হরর মুভি, যেটার সিন আমি দিনের বেলা দেখেও ভয় পেয়ে গেছি,
মুভিটা অবস্যই গভির রাতে দেখবেন, হরর সিনের আসল ভয়টা বুঝতে পারবেন
Movie Name: Haile: Bir Aile Kâbusu (2023)
Horror/turkish
মিথ্যা সন্দেহ আপনার পরিবারের উপর যদি আপনার চাচারা কালো জাদু করে তাহলে বিষয়টা অনেক ভয়ঙ্কর তাইনা
মুভিতে দেখতে পাওয়া যায়, এক ব্যক্তি পরকিয়ার সন্দেহর বসে তার ভাইয়ের পরিবারের সকল সদস্যদের কালো জাদু করে মেরে ফেলে,
কালো জাদুটা এমন টাইপের ছিলো, যে নিজেই নিজেকে মেরে ফেলতো, পরিবারের সবাই মরার পর, ঐ মৃত ব্যক্তিরা ভয়ঙ্কর রুপে ফিরে আসে,
এবং সবার কল্পনায় ঘুমের স্বপ্নে শুধু ঘুরে বেড়ায় আর
এবং নানারকম ভয়ানক সিনে ভয় দেখাতে থাকে,
মুভিটার প্লট বুঝতে অনেক কঠিন হয়েছে আমাকে, কারন মুভিটা গভির রহস্য নিয়ে কাহিনি তৈরী হয়েছে।