• July 5, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

ওয়াসিমুল বারী রাজীব: বাংলা চলচ্চিত্রের শক্তিমান খলনায়ক

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অনেক খলনায়ক এসেছেন এবং গেছেন। কিন্তু কেউ কেউ তাদের অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে একটি বিশেষ ছাপ রেখে গেছেন। তাদের মধ্যে একজন হলেন ওয়াসিমুল বারী রাজীব। তিনি বাংলা চলচ্চিত্রের শক্তিমান খলনায়কদের অন্যতম। তার প্রথাগত খলনায়ক ইমেজ তৈরিতে যথেষ্ট অবদান রয়েছে। তার ঝাঁঝালো ভরাট কণ্ঠ, ভয়ানক চাহনি, কৌতুকপূর্ণ অভিব্যক্তি তাকে খলনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। আবার কিছু চলচ্চিত্রে তাকে ব্যতিক্রমী চরিত্রে দেখা গেছে। ওই সব চরিত্রেও তিনি প্রশংসিত হয়েছেন।

ওয়াসিমুল বারী রাজীব জন্মগ্রহণ করেন ১৯৫২ সালের ১ জানুয়ারি পটুয়াখালীর দুমকিতে। তিনি তিতাস গ্যাস কোম্পানিতে চাকরি করতেন। অভিনয়ের টানেই সিনেমায় নাম লেখান। ১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ চলচ্চিত্রের মাধ্যমে রাজীব রূপালি পর্দায় পা রাখেন। মূলত, কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমার মাধ্যমে তিনি পরিচিত পান। রাজীব দুই শতাধিক বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে— উছিলা, মিয়া ভাই, সত্য মিথ্যা, বীরাঙ্গনা সখিনা, হুমকি, মা মাটি দেশ, প্রেম প্রতিজ্ঞা, দাঙ্গা, ত্রাস, দুর্নীতিবাজ, প্রেম দিওয়ানা, টাকার অহঙ্কার, মৃত্যুদণ্ড, বন্ধন, চাঁদাবাজ, মীরজাফর, মিথ্যার রাজা, বেনাম বাদশা, আখেরি রাস্তা, বিদ্রোহী কন্যা, ক্ষমা, জবরদখল, প্রিয় তুমি, বিক্ষোভ, খলনায়ক, দেশদ্রোহী, লুটতরাজ, ভণ্ড, হাঙর নদী গ্রেনেড, ভাত দে, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, মগের মুল্লুক ও স্বপ্নের বাসর।

রাজীব শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চারবার— হীরামতি (১৯৮৮), দাঙ্গা (১৯৯১),বিদ্রোহ চারিদিকে (২০০০) ও সাহসী মানুষ চাই (২০০৩)।  রাজীব চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস মুভিজ। বিএফডিসির ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

পারিবারিক জীবন

তার স্ত্রীর নাম ইসমত আরা। এই দম্পতির পাঁচ সন্তান। তিন ছেলে, প্রথম দুই ছেলে সন্তান জমজ ছিলেন-এরা ১৯৯৬ সালে দুর্ঘটনায় নৌকা ডুবে মৃত্যুবরণ করেন। তৃতীয় ছেলের নাম সায়নুল বারী দ্বীপ। দুই মেয়ে- নাম রানিসা রাজীব ও রাইসা রাজীব।

রাজনৈতিক জীবন

রাজীব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংসদের (জাসাস) প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে সাধারণ সম্পাদক ও মৃত্যুর আগ পর্যন্ত এর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে গেছেন।

মৃত্যু

রাজিব ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত্র হয়ে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঢাকার উত্তরার ৪ নম্বর সেক্টরে সিটি করপোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

Source: Conversation with Bing, 1/22/2024
(1) রাজীব (Rajib) – বাংলা মুভি ডেটাবেজ (ওয়াসিমুল বারী রাজীব). https://bmdb.com.bd/person/230/.
(2) Wasimul Bari Rajib – Wikipedia. https://en.wikipedia.org/wiki/Wasimul_Bari_Rajib.
(3) রাজীব ছাড়া ১৮ বছর. https://www.deshrupantor.com/391637/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE-%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0.
(4) ওয়াসিমুল বারী রাজীব: এক যে ছিলেন খলনায়ক!. https://cinegolpo.com/article/wasimul-bari-rajib.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *