• October 20, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

ডেনমার্কের নতুন রাজা হলেন ফ্রেডেরিক

ByDidarul Islam Himel

Jan 18, 2024
ক্রিশ্চিয়ানসবোর্গ ক্যাসেলের বারান্দায় জনতাকে উদ্দেশে হাত নাড়েন রাজ ফ্রেডেরিক ও রানী। ছবি: সংগৃহীত
ফ্রেডেরিকের মা ৫২ বছর সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর শাসনভার ত্যাগ করেন। ৮০০ বছরেরও বেশি সময়ের মধ্যে তিনিই প্রথম ডেনিশ শাসক, যিনি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন।

ডেনমার্কের নতুন রাজা হলেন দশম ফ্রেডেরিক। নতুন রাজাকে তার মায়ের স্থলাভিষিক্ত হতে দেখার জন্য ক্রিশ্চিয়ানসবোর্গ ক্যাসেলের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়।

ডেনিশ জাতির জন্য এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে হাজির হওয়া জনতার উচ্ছ্বাস দেখে রাজা ফ্রেডেরিক অশ্রুসজল হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, “আমি ভবিষ্যতের ‘জনতাকে একত্র করার রাজা’ হওয়ার আশা করছি।”

 

ডেনমার্কের নতুন রাজা হলেন ফ্রেডেরিক
ফ্রেডেরিকের সিংহাসনে আরোহণের প্রত্যক্ষদর্শী হতে ক্রিশ্চিয়ানসবোর্গ ক্যাসেলের বাইরে হাজারও মানুষ সমবেত হয়। ছবি: সংগৃহীত

 

 

ফ্রেডেরিকের মা ৫২ বছর সিংহাসনে অধিষ্ঠিত থাকার পর শাসনভার ত্যাগ করেন। ৮৩ বছর বয়সী মার্গারেট নববর্ষের প্রাক্কালে স্বেচ্ছায় সিংহাসন ত্যাগের সিদ্ধান্তের ঘোষণা দেন। অবশেষে ১৪ জানুয়ারি তার ছেলে ফ্রেডেরিক আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করলেন।

৮০০ বছরেরও বেশি সময়ের মধ্যে মার্গারেটই প্রথম ডেনিশ শাসক, যিনি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন।

এর মধ্য দিয়ে ৫৫ বছর বয়সী ফ্রেডেরিক ইউরোপের প্রাচীনতম রাজতন্ত্রের নেতৃত্ব দেয়া শুরু করলেন।

প্রাসাদের বারান্দায় এক অনুষ্ঠানে তিনবার ‘রাজা দশম ফ্রেডেরিক দীর্ঘজীবী হোক’ বলে ফ্রেডেরিককে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও ফারো আইল্যান্ডের রাজা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন।

দশম ফ্রেডেরিকের সিংহাসনে আরোহণের প্রত্যক্ষদর্শী হতে ক্রিশ্চিয়ানসবোর্গ ক্যাসেলের বাইরে জমায়েত হওয়া জনতার উদ্দেশে দেয়া প্রথম ভাষণে ফ্রেডেরিক বলেন, ‘জনগণকে এক করার রাজা’ হওয়ার স্বপ্ন তিনি সারাজীবন দেখে এসেছেন।

তিনি বলেন, ‘এটি এমন একটি কাজ যা আমি গর্ব, শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে গ্রহণ করেছি। আমার মা একজন অসাধারণ শাসক হিসেবে সবসময় স্মরণীয় হয়ে থাকবেন।’

সিংহাসনের নতুন উত্তরাধিকারী ১৮ বছর বয়সী ক্রাউন প্রিন্স ক্রিশ্চিয়ানসহ রাজা ফ্রেডেরিকের চার সন্তান প্রাসাদের বারান্দায় তার সঙ্গে ছিলেন।

ব্রিটেনের রাজা চার্লস ও কুইন কনসোর্ট ক্যামিলা ডেনমার্কের নতুন রাজাকে শুভেচ্ছা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *