• October 23, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

ধর্ম অবমাননায় নয়নতারার বিরুদ্ধে এফআইআর

ByDidarul Islam Himel

Jan 16, 2024

বিতর্কের মুখে দক্ষিণী অভিনেত্রী নয়নতারা অভিনীত ‘আন্নাপুরানি’ সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স থেকে সরিয়ে নেওয়া হয়েছে। গত ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় নীলেশ কৃষ্ণা নির্মিত ‘আন্নাপুরানি’ সিনেমা। গত ২৯ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় এটি

সেই প্রেক্ষিতেই ‘জওয়ান গার্ল’ নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আইনি জটিলতার জেরে এবার ‘অন্নপূরণি’ ছবিটিকেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নিল নেটফ্লিক্স।

ভারতের একাধিক সংবাদমাধ্যমের মতে, মুম্বাইয়ের থানায় ‘অন্নপূরণি’র বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন শিবসেনার সাবেক এক নেতা। এছাড়াও দুটি অভিযোগ করেছেন ভারতীয় বজরং দল ও আইটি সেল।

ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা। তাঁর প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে। ছোটবেলা থেকেই শেফ হওয়ার স্বপ্ন পুরোহিত পরিবারের মেয়ে অন্নপূরণির (বাংলায় অন্নপূর্ণা)। এই তাগিদেই রিয়ালিটি শোয়ে যোগ দেয় সে। কিন্তু ছবির একটি দৃশ্য নিয়েই সমস্যার সূত্রপাত।

বিরিয়ানি তৈরি করার আগে নয়নতারার চরিত্রকে নামাজ পড়তে দেখা যায়। কারণ যাঁর কাছ থেকে অন্নপূরণি বিরিয়ানি শিখেছিল, তিনি এভাবে প্রার্থনা করেই রান্নায় হাত দিতেন। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন রমেশ সোলাঙ্কি। প্রাক্তন এই শিবসেনা নেতা বর্তমানে বিজেপির সক্রিয় সদস্য। সোশাল মিডিয়ায় সিনেমার এই অংশের ভিডিও শেয়ার করে লেখেন, ‘‘হিন্দু পুরোহিতের মেয়ে ‘অন্নপূরণি- অন্নের দেবী’ বিরিয়ানি তৈরির আগে দোয়া পাঠ করছে।”

তিনিই মুম্বাইয়ের থানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর করেছেন। এমন ছবি সেন্সরের ছাড়পত্র পাওয়াতেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *