• July 5, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

রঙ্গনা হয়ে সামনে এলেন শাবনূর

ByDidarul Islam Himel

Jan 5, 2024

দেশে ফিরেই সিনেমার ঘোষণা দিয়েছিলেন নব্বইয়ের সিনে কুইন শাবনূর। জানিয়েছিলেন, ‘রঙ্গনা’ চলচ্চিত্রে রঙ্গনা হয়ে সামনে আসবেন।

অবশেষে সেটা হলো। রঙ্গনা হিসেবে পাওয়া গেল এ অভিনেত্রীকে। তবে সিনে পর্দায় নয়, চলচ্চিত্রটির জন্য তৈরি হয়েছে পোস্টার। আর এতেই তিন রূপে পাওয়া গেল শাবনূরকে।

এ নায়িকার লুকটি প্রকাশ করেছেন ছবিটির পরিচালক আরাফাত হোসাইন। পোস্টারে মূল অংশে শুধু দেখা গেছে এই নায়িকার অশ্রুসজল চোখ। নিচের একটিতে ফুল ও অপরটিতে পিস্তল হাতে দাঁড়িয়ে বহু রোমান্টিক ছবির এ তারকা।

নির্মাতা আরাফাত হোসাইন জানিয়েছিলেন, নতুন এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতি কাটিয়ে বড়পর্দায় ফিরছেন শাবনূর। তাই এই সিনেমা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকদের।

‘রঙ্গনা’য় শাবনূরকে বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে আরাফাত বলেছিলেন, ‘থ্রিলার গল্পে সিনেমাটি নির্মিত হবে। দর্শকরা এখনও এই অভিনেত্রীকে পর্দায় দেখতে চায়। আর আমারও ইচ্ছা শুরুতে তাকে নিয়ে কাজ করার। সে অনুযায়ী গল্প লেখা। এটি নারীকেন্দ্রিক গল্প হলেও রয়েছে ভিন্নতা। তাঁকে ঘিরেই সিনেমাটি এগিয়ে যাবে। নতুন বছরে সিনেমাটির শুটিং শুরু হবে।’

শোনা যাচ্ছে, এতে শাবনূরের বিপরীতে থাকছেন ভারতের জি-বাংলার সিরিয়াল ‘করুণাময়ী রাণী রাসমণি’র রানী রাসমণির স্বামী রাজচন্দ্র দাস চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করা গাজী আবদুন নূর। বাংলাদেশি এই অভিনেতার সবশেষ সিনেমা ‘অসম্ভব’ গেল বছর ৩ নভেম্বর মুক্তি পেয়েছে। অরুণা বিশ্বাসের পরিচালনায় এতে তাঁর বিপরীতে ছিলেন সোহানা সাবা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *