• October 19, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

স্ক্রিপ্ট বনাম স্ক্রিনপ্লে

ByDidarul Islam Himel

Jan 12, 2024

স্ক্রিপ্ট অথবা স্ক্রিনপ্লে নাকি আরকিছু ??

নাটক বা চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে স্ক্রিপ্ট বা স্ক্রিনপ্লে অথবা সোজা বাংলাতে চিত্রনাট্য। যদিও প্রতিনয়ত আমরা একেকজন একেক শব্দ ব্যবহার করায় এটা নিয়ে কখনো সখনো প্রশ্ন তৈরী হয়। “স্ক্রিপ্ট” শব্দটা  আমরা সবচেয়ে বেশি শুনে থাকি, যদিও বহুল ব্যবহৃত এই শব্দটি কোন নির্দিষ্ট বিষয়ের জন্য রচিত তা ব্যাখ্যা করেনা, অর্থাৎ এটা ফিল্ম বা টিভি নাটক অথবা মঞ্চ নাটকে যেমন ব্যবহৃত হতে পারে তেমনি হতে পারে পাড়ার ছোট্ট অনুষ্ঠানের। সুতরাং স্ক্রিপ্ট কথাটা তাই বলাটা মোটেই দোষের কিছু নয় তবে এটা আপনার দর্শককে কিছুটা বিভ্রান্ত করতে পারে।

যদি আমরা “স্ক্রিনপ্লে” এর কথা বলি তাহলে সেটা শুধুমাত্র টেলিভিশন অথবা ফিল্মের স্ক্রিপ্টকেই নির্দিষ্ট করে, তাই এটা কম বিভ্রান্তিকর, যদিও এটা টেলিভিশনের তুলনায় ফিল্মেই বেশি ব্যবহার করতে দেখা যায়।

“টেলিপ্লে” শব্দটা বাংলাদেশে খুব একটা ব্যবহৃত না হলেও এটা এক ধরনের স্ক্রিপ্ট বা স্ক্রিনপ্লে যেটা কিনা শুধুমাত্র টেলিভিশনে ব্যবহৃত হয়ে থাকে।

একটি আদর্শ ফিল্ম স্ক্রিপ্টের উদাহরণ :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *