• October 22, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

‌‘সুইজারল্যান্ডের কথা বলে বুড়িগঙ্গার তীরে শুটিং’, কেন বললেন সাইমন সাদিক

ByDidarul Islam Himel

Jan 13, 2024

পেশাদারিত্বের সঙ্গে সিনেমা নির্মাণ হচ্ছে কম। ফলে মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারছেন না ঢাকাই চলচ্চিত্র। দায়সারাভাবে নির্মাণ করে কোনোভাবে মুক্তি দিতে পারলেই বাঁচেন নির্মাতা। সম্প্রতি সাইমন সাদিকের একটি মন্তব্য থেকে সেই বিষয়টি আবার ধরা পড়ল। তিনি বললেন, ‘সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!’

আগামী ১৯ জানুয়ারি মুক্তি পাচ্ছে মেহেদী হাসান পরিচালিত ‘শেষ বাজি’। দুটি পোস্টার ও একটি গান প্রকাশ ছাড়া এ ছবির উল্লেখযোগ্য কোনো প্রচারণা নেই।

এ বিষয়ে সাইমন বলেন, সিনেমা শুরুর আগে অনেক প্ল্যান থাকে। কিন্তু মুক্তির সময় সব এলোমেলো হয়ে যায়। আমি আমার সিনেমাগুলো মুক্তির সময় নিজ থেকে প্রচারণা করি। এমনকি অন্যদের সিনেমা মুক্তি পেলেও আমি নিজে প্রচারণা করি। কিন্তু নিজ থেকে আর কতো কিছু করা যায়? দেখা যায়, আমি সংবাদ সম্মেলনের আয়োজন করি, সিনেমা হলে গিয়ে দর্শকদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি। কিন্তু এই কাজটি তো আমার একার নয়। এটা টিমওয়ার্ক।

সাইমন সাদিক মনে করেন, শিল্পের সঙ্গে ফিল্ম একটি বাণিজ্য। আর মার্কেটিং ছাড়া বাণিজ্য সফল হয় না। এক্ষেত্রে প্রযোজক-পরিচালকদের পেশাদারিত্ব কম উল্লেখ করে তিনি বলেন, ‘কোন হল পাচ্ছে, কোথায় কী হচ্ছে প্রতিনিয়ত আমার খবর নিতে হয়। একজন অভিনেতা হিসেবে এটা কি আমার কাজ? ফিল্মে প্রযোজক একটি বড় পোস্ট ক্যারি করেন। সিনেমা মুক্তির আগে পেশাদারিত্বের জায়গায় থেকে প্রযোজককে অনেক কিছু দেখতে হয়।’

তিনি আরও বলেন, ‘অনেকের কোটি কোটি টাকা আছে, কিন্তু টাকা থাকলেই যে প্রযোজক হওয়া যাবে এমনটা কিন্তু ঠিক নয়। টাকার সঙ্গে শিল্পমনা এবং ফিল্ম মার্কেটিংগুলোও ঠিকভাবে জানতে হবে। যখন সিনেমা হাতে নেয়, তখন সবভাবে আশ্বস্ত করা হয়। বলা হয় সুইজারল্যান্ডে শুটিং হবে, গিয়ে দেখি বুড়িগঙ্গার তীরে!’

সাইমন জানান, তার ক্যারিয়ার ১৪ বছরের। এতোগুলো বছরে তার ২৬টি ছবি মুক্তি পেয়েছে। কিন্তু এই প্রথম ‘শেষ বাজি’র মাধ্যমে ফর্মুলার বাইরের ছবি করলেন বলে জানালেন।

সাইমনের ভাষ্য, এ ছবিতে রোম্যান্টিক দৃশ্য, প্রেম ভালোবাসার গান বা সংলাপ নেই। যারা অভিনয় করেছেন চরিত্র অভিনেতা হিসেবে করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *