• October 20, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

রায়হান রাফীর পরিচালনায় ‘তুফান’, শাকিব খানের লক্ষ্য ১০০ কোটি টাকা

প্রথমবারের মতো হাইভোল্টেজ অ্যাকশন ধাঁচের ছবি বানাতে যাচ্ছেন রায়হান রাফী, শিরোনাম ‘তুফান’। নায়ক হিসেবেও প্রথমবারের মতো পাচ্ছেন শাকিব খানকে।

Fan Made Poster

তুফান’ প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ। আজ সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সিনেমাটির নাম ঘোষণা হয়।

অনুষ্ঠানে শাকিব বলেন, “আমরা ১০০ কোটির ক্লাবে কবে যাবো, সেদিকেই তাকিয়ে আছি। যদিও আমার মনে হয় সেদিন আর বেশী দূরে নয়, কারণ ‘তুফান’ এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম দুই প্রযোজনা সংস্থা চরকি ও আলফা আইয়ের সাথে কলকাতার এসভিএফ একসাথে হয়েছে- হয়তো অচিরেই আমরাও বলতে পারবো বক্স অফিসে আমাদের গ্রস সেল ১০০ কোটি হয়েছে!”

বিদেশে বাংলা সিনেমার বড় মার্কেট তৈরী হয়ে আছে জানিয়ে শাকিব আরো বলেন, “একটা সময় হয়তো ১০০ কোটি টাকাও বাংলা সিনেমার জন্য খুব কম টাকা মনে হবে। কারণ বাংলার যে পপুলেশন, সেটার কিছু ধারণা পেয়েছি। নর্থ আমেরিকার কথা যদি বলি, সেখানেই মিলিয়নের বেশী বাংলাদেশি বাস করেন। একইভাবে পশ্চিমবঙ্গেরও মানুষ সেখানে বাস করেন। সব মিলিয়ে শুধু নর্থ আমেরিকাতেই বিশ-ত্রিশ লাখের মতো বাঙালি দর্শক আছে। তারমানে হলো, সেখানে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজার অপেক্ষা করছে। শুধু দরকার ছিলো বাংলার একটা কোলাবরেশনের। সবাই একসাথে মিলে কাজ করার। কারণ সবাই একসাথে মিলে কাজ না করলে বড় কিছু অর্জন সম্ভব নয়।”

এসময় এমন বড় পরিসরের কাজে যুক্ত করার জন্য তিন প্রযোজনা সংস্থার কর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান শাকিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *