• October 18, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন

ByDidarul Islam Himel

Feb 25, 2025

মারা গেছেন ‘মেঘমল্লার’ ছবির নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মারা যান তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রগ্রাহক মাজহারুল রাজু তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

জানা যায়, লিভারের জটিল সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন। কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই গুণী নির্মাতা।

২০১৪ সালে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ‘রেইনকোট’ গল্প অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘমল্লার’ নির্মাণ করেন অঞ্জন। প্রথম ছবিতেই ‘শ্রেষ্ঠ পরিচালক’ ও ‘শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন হলেও দেশের সার্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে সিনেমাটি মুক্তি দিতে পারেননি।

One thought on “মারা গেছেন নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *