• October 26, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

‘বিজয়ার পরে’ নিয়ে ঢাকায় মমতা শঙ্কর ও স্বস্তিকা

ByDidarul Islam Himel

Jan 24, 2024

টালিগঞ্জের বিজয়ার পরে সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। ভারতীয় তরুণ পরিচালক অভিজিৎ শ্রীদাস নির্মিত সিনেমাটি আজ দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।
সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন তাঁরা। সিনেমা শেষে দর্শকের মুখোমুখি হবেন পরিচালক অভিজিৎ শ্রীদাস, তিনি আজ ঢাকায় আসবেন।

মতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জিছবি: ফেসবুক

চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গতকাল রাতে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর; দিন চারেক আগেই এসেছেন স্বস্তিকা।
আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এই সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন।
এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *