• October 22, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

ফেরদৌসের ‘মাইক’ এবার কলকাতায়

ByDidarul Islam Himel

Jan 16, 2024

চিত্রনায়ক ফেরদৌস অভিনীত চলচ্চিত্র ‘মাইক’ প্রদর্শন হবে ভারতের কলকাতায়। আগামী ২১শে জানুয়ারি বিকেল ৫টায় পশ্চিমবঙ্গের সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎকর্ষ কেন্দ্র নন্দনে বিশেষ প্রদর্শনী হবে ছবিটির। ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস এই প্রদর্শনীর আয়োজন করেছে।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ শুনে উজ্জীবিত একদল কিশোরের দ্রোহের গল্প নিয়ে নির্মিত শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’। এফ এম শাহীন ও হাসান জাফরুল পরিচালিত ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরীসহ একঝাক শিশু শিল্পী। মাইক ২০২৩ সালের ১৩ই আগস্ট সারাদেশে একযোগে মুক্তি পায়।

বেশ কয়েকটি দেশের চলচ্চিত্রের মধ্যে নির্বাচিত হয়ে বাংলাদেশের চলচ্চিত্র ‘মাইক’ প্রদর্শিত হবে নন্দনে। আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করতে পারবেন। বাংলাদেশ থেকে চলচ্চিত্রের পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন এই প্রদর্শনী ও একটি বিশেষ সেশনে যোগ দেবেন বলে জানা গেছে।

পরিচালক ও প্রযোজক এফ এম শাহীন বলেন, জাতি হিসেবে আমাদের একটি গৌরবের বিষয় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। সেই ভাষণকে দেশ থেকে দেশান্তর, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেয়ার জন্য মাইকের কোন বিকল্প নেই। বিষয়টি নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আমরা গর্বিত। এটি সত্যি আনন্দের খবর আমাদের সিনেমাটি দেশের গণ্ডি পেরিয়ে কলকাতায় প্রদর্শিত হবে। আমি ফোরাম ফর ফিল্ম স্টাডিজ এন্ড এলাইড আর্টস-এর সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানাই। কলকাতার দর্শকের জন্য এমন একটি সুযোগ করে দেওয়ায়। আপনারা আরো জেনে খুশি হবেন, মাইক ইতোমধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র পুরষ্কার অর্জন করেছে এবং আরো বেশ কিছু ফিল্ম ফেস্টিভ্যালে নমিনেশন পেয়েছে।

এদিকে, সম্প্রতি এই পরিচালক ‘যশোর রোড’ নামে নতুন একটি সিনেমা তৈরির ঘোষণা দিয়েছেন। এ নিয়ে জানতে চাইলে পরিচালক বলেন, যশোর রোড বাংলাদেশের ইতিহাসের এক বিশাল ক্যানভাসের সিনেমা হতে যাচ্ছে। মহান মুক্তিযুদ্ধের ১ কোটি শরণার্থীদের যাত্রা নিয়ে এই সিনেমা নির্মিত হবে। দুই বাংলার শিল্পী ও কলাকুশলী থাকবে ছবিতে। এখনো স্ক্রিপ্টের উন্নয়নের কাজ চলছে, অগ্রগতি হলে বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *