ফেজ্যান্ট দ্বীপ হলো একটি জনমানবহীন দ্বীপ যা বিডাসোয়া নদীর মাঝে অবস্থিত। এটি ফ্রান্স এবং স্পেন এর সীমানার মাঝে অবস্থিত এবং এটির শাসনব্যবস্থা দুই দেশের মাঝে পর্যায়ক্রমে পরিবর্তন হয়ে থাকে।
দ্বীপটি আসলে একটি কনডোমিনিয়াম বা এমন আন্তর্জাতিক আইনের আওতাধীন অঞ্চল, যার শাসনক্ষমতা একাধিক শক্তি দ্বারা মীমাংসার ভিত্তিতে নির্ধারিত হয়। ১৬৫৯ সালের ফিরেনিইস সন্ধি দ্বারা দ্বীপটি প্রতিষ্ঠিত। যুক্ত সার্বভৌমত্ব দ্বারা প্রতি ছয় মাস পর পর ফ্রান্স এবং স্পেন এর মাঝে এর দায়িত্ব পরিবর্তিত হতে থাকে। এটি অনুষ্ঠানিকভাবে স্পেনের সান সেবাইসটাইনের নৌ সেনাদের দায়িত্বে থাকে ১লা ফেব্রুয়ারি থেকে ৩১জুলাই পর্যন্ত। আর ফ্রান্সের বেয়োনে দায়িত্বে থাকে ১ আগস্ট থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত। অর্থাৎ দ্বীপটি সার্বিকভাবে ইরুন, গিপুজকোয়া, স্পেন ও হেনদায়, পিরেনেস, আটল্যান্টিকুইস, ফ্রান্স দ্বারা পরিচালিত হয়।