• October 21, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

প্রেমের কথা স্বীকার করলেন কঙ্গনা, বিব্রত না করার অনুরোধও জানালেন

ByDidarul Islam Himel

Jan 25, 2024

নানা বিষয়ে আলটপকা মন্তব্য করে বিতর্ক বাধালেও কঙ্গনা রনৌতের প্রেম নিয়ে খুব একটা কথাবার্তা শোনা যায়নি। তবে ইদীনিং বেশ জোরেশোরে তাঁর প্রেমের গুজব রটেছে। শেষ পর্যন্ত প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। খবর ভারতীয় গণমাধ্যম মিড-ডের

সম্প্রতি ভারতীয় কোম্পানি ‘ইজ মাই ট্রিপ’-এর প্রতিষ্ঠাতা নিশাত পিত্তির সঙ্গে কঙ্গনার প্রেমের গুজব রটেছে। বেশ কয়েকটি অনুষ্ঠানের অভিনেত্রীর সঙ্গে এই ব্যবসায়ীকে দেখা গেছে।

কঙ্গনা রনৌতকঙ্গনার ফেসবুক পেজ থেকে

সর্বশেষ গত সোমবার অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনও একসঙ্গে দেখা যায় নিশাত ও কঙ্গনাকে। এর পর থেকেই তাঁদের প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ করে বিভিন্ন ভারতীয় গণমাধ্যম।

প্রেম নিয়ে এমন খবরের মধ্যে বিষয়টি নিয়ে মুখ খুললেন কঙ্গনা নিজেই। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী জানান, নিশাতের সঙ্গে তাঁর প্রেমের খবর আদতে ভুয়া।

তিনি বলেন, ‘গণমাধ্যমের প্রতি আমার অনুরোধ, দয়া করে ভুল তথ্য ছড়াবেন না। নিশাত বিবাহিত, দাম্পত্য জীবনে যথেষ্ট সুখী। আমি প্রেম করছি, তবে অন্য আরেকজনের সঙ্গে, যা সময়মতো জানাব। দয়া করে ভুয়া খবর প্রকাশ করে আমাদের বিব্রত করবেন না।’

নিশাতের সঙ্গে তাঁর ছবি যুক্ত করে খবর প্রকাশ না করারও অনুরোধ করেন অভিনেত্রী।
এদিকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে কঙ্গনা অভিনীত নতুন সিনেমা ‘ইমার্জেন্সি’র লুক।

‘ইমার্জেন্সি’–তে কঙ্গনা রনৌত। ইনস্টাগ্রাম থেকে

যেখানে ইন্দিরা গান্ধী রূপে অভিনেত্রীর লুক বেশ পছন্দ করেছেন ভক্ত-অনুসারীরা। আগামী ১৪ জুন মুক্তি পাবে ‘ইমার্জেন্সি’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *