শবনম বুবলি গত বছরের ঈদুল ফিতরে দুটি সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে সরব ছিলেন। তারমধ্যে একটি ‘লিডার আমিই বাংলাদেশ’, অন্যটি ‘লোকাল’।
এবারেও ঈদুল ফিতরে বুবলি প্রস্তুত দুই সিনেমা নিয়ে।
তারমধ্যে একটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ এবং অপরটি জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’।
সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলির বিপরীতে আছেন নায়ক শরিফুল রাজ। দুজনে প্রথম জুটি হয়ে অভিনয় করেছেন এই সিনেমায়।
সিনেমাটি মুক্তি উপলক্ষে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি পোস্টার। প্রতিটি পোস্টারেই রয়েছে রহস্যের ছাপ।
শবনম বুবলি বলেন, ‘আমরা প্রায়ই বলি, ভিন্ন রকম গল্প, চরিত্র একেবারে অন্যরকম। কিন্তু অনেক সময় পর্দায় বিষয়টা পরিষ্কার বোঝা যায় না। এই সিনেমাটা তার ব্যতিক্রম।’
তিনি বলেন, ‘আশা করছি, দর্শক নিরাশ হবেন না। আমাকে দর্শকরা নতুনভাবে আবিষ্কার করবেন। আমি ঈদের সিনেমার জন্য প্রস্তুত হয়ে আছি।’
জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া: দ্য লাভ’ সিনেমায় বুবলির নায়ক হয়ে আসছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক ও জিয়াউল রোশান।
সিনেমাটির গল্পে দেখা যাবে, বুবলিকে পাগলের মতো ভালোবাসে মিলন। কিন্তু সে ভালোবাসে রোশানকে। তবে সবাইকে চমকে দিয়ে বিয়ের আসর থেকে সাইমনের হাত ধরে পালিয়ে যাবে বুবলি।