• October 20, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

পুরোদস্তুর লেখিকা হতে চান এমিলি

মূলত সুপার মডেল, তবে অভিনয়ও করেছেন এমিলি রাতাকাউস্কি। ২০২২ সালে মাই বডি শিরোনামে বই প্রকাশের পর থেকে লেখালেখি নিয়ে তাঁর আগ্রহের কথা শোনা গেছে। অনলাইন গণমাধ্যম গ্লামার ইউকেকে দেওয়া এক সাক্ষাৎকারে এবার এমিলি খোলাখুলিই জানালেন, তিনি লেখালেখিতে নিয়মিত হতে চান।

এমিলি জানান, চিত্রনাট্য ও বই লিখতে চান। তিনি বলেন, ‘গত বছর আমি পডকাস্ট নিয়ে ব্যস্ত ছিলাম। এটা ছিল আমার জন্য দারুণ ব্যাপার। কারণ, আমি লিখতে খুব পছন্দ করি, কনটেন্ট বানাতেও।

মডেল ও অভিনেত্রী এমিলি রাতাজকাওস্কিছবি : ইনস্টাগ্রাম

কিন্তু কর্মজীবী সিঙ্গেল মা হিসেবে মডেলিং করে সপ্তাহে তিনটি করে পর্ব তৈরি করা খুবই কঠিন।’

এমিলি জানান, তিনি এখন নতুন বই লেখা নিয়ে ব্যস্ত। তবে বইটি কী নিয়ে, তা জানাতে চাননি। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি সিনেমার চিত্রনাট্য লিখতে চাই, এ ছাড়া উপন্যাসের ব্যাপারেও আগ্রহ আছে।’ লেখালেখি শুরু করার পর অনেকেই প্রশ্ন করেছেন, ভবিষ্যতে আর তাঁকে মডেল হিসেবে দেখা যাবে কি না?

সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে তাঁকে অনেক প্রশ্ন শুনতে হয়েছে। নতুন এই সাক্ষাৎকারে এ বিষয়ে তাঁর অবস্থান পরিষ্কার করে দেন এমিলি। তিনি বলেন, ‘বইটি প্রকাশের পর থেকেই মডেলিং ছাড়ছি কি না, এমন প্রশ্ন শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছে। সবাইকে বলতে চাই, মডেলিং ছাড়ার প্রশ্নই আসে না।’

মডেলিং ও অভিনয়ে আগে থেকেই জড়িত, সঙ্গে এবার যুক্ত হলো লেখক পরিচয়ও। এমিলি জানান, তিনি জেন ফন্ডাকে আদর্শ মানেন। যিনি নিজের বহুমুখী প্রতিভা দিয়ে আলো ছড়িয়েছেন। জেন ফন্ডাকে নিয়ে এমিলি বলেন, ‘তিনি একই সঙ্গে সিনেমার তারকা, অধিকারকর্মী, রাজনৈতিক বক্তা। সেই সত্তর ও আশির দশক থেকে তিনি সব ক্ষেত্রে আলো ছড়িয়ে আসছেন।’

এমিলি অবশ্য পর্দায় অনেক দিন ধরেই অনিয়মিত। সর্বশেষ ২০১৯ সালে ম্যাট অ্যাসেলটন পরিচালিত ‘লাইং অ্যান্ড স্টিলিং’ সিনেমায় দেখা গেছে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *