• October 20, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

নেটফ্লিক্সে কোন শো সবচেয়ে বেশি দেখেছেন দর্শক, এই প্রথম ডেটা প্রকাশ

ছবি: নেটফ্লিক্স

বিশ্বজুড়ে নেটফ্লিক্সের কয়েক কোটি দর্শক রয়েছে। এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল ওটিটি প্ল্যাটফর্মটি।

ওয়েব সিরিজে মন মজেছে নতুন প্রজন্মের। অনেকেই ছোট্ট স্ক্রিনে সিরিজ দেখে অবসর সময় কাটাতে বেশি পছন্দ করেন। তেমনি ওটিটি প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় নাম নেটফ্লিক্স। বিশ্বজুড়ে কয়েক কোটি দর্শক রয়েছে নেটফ্লিক্সের।

কোন শো কত দর্শক দেখেছেন, তা এতদিন প্রকাশ করত না নেটফ্লিক্স। তবে এই প্রথম ভিউয়ারশিপ ডেটা প্রকাশ করল এই ওটিটি প্ল্যাটফর্ম। মঙ্গলবার নেটফ্লিক্সের তরফে গ্লোবাল ভিউয়ার ডেটা প্রকাশ করা হয়। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার থেকে নিয়মিত রিপোর্ট প্রকাশ করবে তারা। এখন থেকে প্রতি ছয় মাস পরপর এ রিপোর্ট প্রকাশ করা হবে।

নেটফ্লিক্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ভাগে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি যে শো দেখা হয়েছে, তা হলো রাজনৈতিক থ্রিলার ‘দ্য নাইট এজেন্ট’। দর্শকেরা রাজনৈতিক থ্রিলার জনরার সিনেমাটি মোট ৮১২.১ মিলিয়ন অর্থাৎ ৮০ কোটি ঘণ্টারও বেশি সময় দেখেছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পারিবারিক ড্রামা ‘জিনি অ্যান্ড জর্জিয়া সিজন ২’ এবং দক্ষিণ কোরিয়ার থ্রিলার ড্রামা ‘দ্য গ্লোরি’।

নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মোট ১৮ হাজারেরও বেশি সিনেমা ও শো মিলিয়ে ৫০ হাজার থেকে ১ লক্ষ ঘণ্টা শো দেখেছেন দর্শকরা। নেটফ্লিক্সের ‘হোয়াট উই ওয়াচ’ নামের এই রিপোর্টে মূলত জানুয়ারি থেকে জুনের মধ্যে কন্টেন্টগুলো কত ঘণ্টা দেখা হয়েছে তা প্রকাশ করা হয়েছে।

প্ল্যাটফর্মটির কন্টেন্টের মধ্যে ১০০ বিলিয়ন ঘণ্টার ওপর দেখা হয়েছে ‘ফ্রেন্ডস’, ‘দ্য অফিস’, ‘সেইনফেল্ড’। আর জেনিফার লোপেজ অভিনীত ‘দ্য মাদার’ দেখা হয়েছে মোট ২৪৯ মিলিয়ন ঘণ্টা।

বছরের পর বছর নেটফ্লিক্স অন্যান্য বড় বড় ওটিটি পরিষেবাগুলোর মতো দর্শক সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করে। লেখক-প্রযোজকরা নেটফ্লিক্সের সমালোচনা করে বলেছেন, সবচেয়ে সফল প্রোগ্রামগুলোর জন্য বেশি অর্থ প্রদান এড়াতে দর্শকদের ডেটা লুকিয়ে রেখেছিল নেটফ্লিক্স। বিশ্বজুড়ে নেটফ্লিক্সের রয়েছে ২৫০ মিলিয়ন সাবস্ক্রাইবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *