• July 5, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

নতুন সিনেমায় দেখা যাবে ওটিটিতে প্রশংসিত এই অভিনেতাকে

ওটিটিতে একের পর এক মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম, সিরিজ দিয়ে বেশ আলোচনায় আছেন শ্যামল মওলা। তবে এই অভিনেতার শেষ মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্ফুলিঙ্গ’। তৌকীর আহমেদ পরিচালিত এই ছবি ২০২১ সালে মুক্তি পায়। এর মধ্যে ‘ডেড বডি’ নামের একটি সিনেমায় কাজ করলেও, সেটি এখনো মুক্তি পায়নি। দীর্ঘ সময় পর নতুন একটি চলচ্চিত্রে যুক্ত হলেন এই অভিনেতা। নাম ‘নাদান’। গত মঙ্গলবার রাতে ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ছবির পরিচালক ফরহাদ হোসেন।

খবরটি নিশ্চিত করে আজ বুধবার দুপুরে প্রথম আলোকে শ্যামল মওলা বলেন, ‘গত রাতে নতুন একটি ছবিতে চুক্তি করেছি। আগামী ১০ মার্চ ছবির শুটিং শুরু হতে পারে।’
অভিনেতা জানান যে মিডিয়ায় কাজের শুরু থেকেই বড় পর্দায় কাজের আগ্রহ তাঁর। বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমার জন্য অপেক্ষা করছিলাম।

কিন্তু এত দিনে সিনেমায় খুব একটা কাজের সুযোগ হয়নি। অনেক কাজের প্রস্তাব পেলেও ব্যাটে বলে মেলেনি। এই ছবির গল্প, চরিত্র পছন্দ হয়েছে।

‘ভাইরাস’–এ শ্যামল মাওলাছবি: চরকি

ছবির পরিচালক চলচ্চিত্রের দক্ষ চিত্রগ্রাহক। পরিচালক হিসেবে তাঁর প্রথম কাজ এটি। তাঁর কাজের প্রতি আস্থা আছে আমার।’

পাহাড়ি অঞ্চলের স্থল ও জলপথে ডাকাতিকে ঘিরে ‘নাদান’ ছবির গল্প।
শ্যামল মওলা জানান, এটি অ্যাকশন সিনেমা। তিনি বলেন, ‘যেহেতু ডাকাতিকে ঘিরে ছবির গল্প, তাই এখানে অনেক জায়গায় অ্যাকশনের ব্যাপার আছে। আগামী মাসের শুরুর দিকে ছবির শুটিং শুরু হতে পারে। তাই আগেভাগেই প্রস্তুতি নিতে শুরু করেছি।’
এই অভিনেতার ভাষ্য, ‘সিনেমা একটা বড় বিষয়। বড় ক্যানভাসের কাজ। তাই শুধু অভিনয় জানলেই হবে না। সিনেমাসংশ্লিষ্ট আরও অনেক কিছুই জানতে হয়, শিখতে হয়। তাহলে সিনেমায় ভালো কাজ করা যায়, ভালো সিনেমা দর্শককে উপহার দেওয়া সম্ভব হয়। আর আমি সেভাবেই নিজেকে প্রস্তুত করার চেষ্টা করে যাচ্ছি।’

জানা গেছে, শ্যামলের বিপরীতে এক নতুন নায়িকা অভিনয় করবেন। তবে তাঁর নাম এখনো জানা যায়নি।

ছবিটির পরিচালক ফরহাদ হোসেন মূলত সিনেমার চিত্রগ্রাহক। এটি হবে তাঁর পরিচালিত প্রথম সিনেমা। তিনি জানান, ১০ মার্চ বান্দরবানের পাহাড়ি অঞ্চলে এর শুটিং শুরু হবে। ঈদুল ফিতরের আগপর্যন্ত টানা চলবে এই শুটিং। আগামী ঈদুল আজহায় মুক্তির কথা আছে ছবিটির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *