• July 4, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

২০২৪ : বছরজুড়ে শোবিজ তারকাদের বিয়ে ও বিচ্ছেদ

তারকাদের বিয়ের খবর যেমন সামনে এসেছে, তেমনি এসেছে বিচ্ছেদের খবরও।

দীর্ঘদিন প্রেমের পর গত ১২ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তার বর আবু সাইয়িদ রানা একজন চিত্রনাট্যকার। ১০ জানুয়ারি মৌসুমী হামিদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়। এর একদিন পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

১২ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন ছোট পর্দার অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান। তার স্ত্রী সাজিন আহমেদ নির্জনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। বিয়ের বেশ কিছুদিন আগে থেকেই তাদের পরিচয় ছিল। বিয়ের আয়োজন হয় দুই পরিবারের সম্মতিতে।

১৪ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ্যে আনেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। তারা বিয়ের আয়োজন তিন মাস আগে ঘরোয়া ভাবে সেরেছেন বলে জানান।

অভিনেত্রী ও টিভি উপস্থাপক মৌসুমী মৌয়ের বিয়ের খবর প্রকাশ্যে আসে ২৩ জানুয়ারি। তার স্বামীর নাম আরিফ বিল্লাহ। কিন্তু বিয়ের ছয় মাস না যেতেই স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন মৌসুমী মৌ। তাদের বিচ্ছেদের খবর আসে ১ জুন।

১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন অভিনেত্রী স্পর্শিয়া। তার বর সৈয়দ রিফাত নাওঈদ হোসেন পড়াশুনার জন্য দেশের বাইরে থাকেন এবং একটি মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানির পরিচালক হিসেবে কর্মরত আছেন।

১৬ ফেব্রুয়ারি রাতে এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি জানান, তিনি তার স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন।

২১ জুন বিয়ে করেছেন টেলিভিশন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। পারিবারিক আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তার বর সালমান আরাফাত অভিনয়শিল্পী।

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বিয়ে করেছেন ১৭ জুন। তার বর আজমান নাসির পেশায় ব্যবসায়ী হলেও অভিনয়ও করছেন। চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে দেখা গেছে তাকে।

সাড়ে নয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ করেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। এ বিষয়ে তিনি বলেছিলেন, ‘বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব।’ আরিফিন শুভর সঙ্গে ফ্যাশন ডিজাইনার অর্পিতা বিয়ের পিঁড়িতে বসেন ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি।

বছর শেষে ৬ ডিসেম্বর বিয়ে করেছেন অভিনেত্রী তানজিকা আমিন। তার বরের নাম সাইফ বাসুনিয়া। ২৫ বছরের বেশি সময় ধরে অস্ট্রেলিয়ার  সিডনিতে বসবাস করছেন তিনি। ২০১৮ সাল থেকে দুজনার পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়।

১৬ ডিসেম্বর বিয়ে করেন ‘হাজার বছর ধরে’ সিনেমায় টুনি চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া শারমিন জোহা শশী। তার স্বামী খালিদ হোসেন অভি ব্রডকাস্টিং মিডিয়া অ্যান্ড কোম্পানির সঙ্গে জড়িত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *