• October 20, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন

ByDidarul Islam Himel

Feb 8, 2024

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা আহমেদ রুবেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে স্ট্রোক করে তিনি মারা গেছেন বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

আহমেদ রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক নুরুল আলম আতিক।

আজ সন্ধ্যায় নুরুল আলম আতিকের নতুন সিনেমা ‘পেয়ারার সুবাস’–একটি বিশেষ প্রদর্শনী ছিল। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল। এ প্রদর্শনীতেই যোগ দিতে তিনি আসছিলেন বলে জানা গেছে।

এদিকে, আহমেদ রুবেলের মৃত্যুর সংবাদের মধ্যে প্রদর্শনীটি চালানোর সিদ্ধান্ত নিয়েছে ‘পেয়ারার সুবাস’ কর্তৃপক্ষ। সিনেমাটির অন্যতম অভিনেত্রী জয়া আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

জয়া বলেন, ‘এখন আসলে কথা বলার মতো অবস্থায় নেই। আহমেদ রুবেলও হয়তো চাইতেন না শোটা বন্ধ হোক। প্রদর্শনী চলবে। নির্মাতা নুরুল আলম আতিক এটি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।’

আহমেদ রুবেলের পুরো নাম আহমেদ রাজিব রুবেল। তিনি ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

আহমেদ রুবেলের অভিনয়ের হাতেখড়ি হয় নাসির উদ্দিন ইউসুফ-সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’ থেকে। দীর্ঘদিন তিনি এ নাট্যদলের হয়ে মঞ্চ নাটকে অভিনয় করেছেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নযাত্রা’। এরপর তিনি হুমায়ূন আহমেদ, মোস্তফা সরয়ার ফারুকীসহ বিভিন্ন গুণী পরিচালকের নাটকে অভিনয় করেন।

আহমেদ রুবেল ১৯৯৩ সালে ‘আখেরী হামলা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। পরে তিনি বাংলাদেশের ‘চন্দ্রকথা’, ‘শ্যামল ছায়া’ ‘ব্যাচেলর’, ‘গেরিলা’,‘দ্য লাস্ট ঠাকুর’ সিনেমায় অভিনয় করেন। ২০১৪ সালে কলকাতার ‘পারাপার’ নামের ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি।

২০০৫ সাল থেকে টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন আহমেদ রুবেল। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *