• May 18, 2025

Chalachchitra

Explore the magic of Bengali cinema and culture

মৃত্যুর ১৬ বছর পর অবিশ্বাস্য এক লুকে মান্না

ByDidarul Islam Himel

Mar 29, 2024

তর্কসাপেক্ষে ঢাকাই সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় সুপারস্টার মান্না। স্মরণীয় সিনেমা, নাম-দাম-ফ্রেম সবই পেয়েছেন জীবদ্দশায়। মৃত্যুর ১৬ বছর পরও একাধিক কাল্ট সিনেমা ও অনুরাগীদের হাহাকারের কারণে তার নাম ঘুরে-ফিরে আসে।

মান্নাকে নিয়ে এত কথা কেন? কারণ আছে। সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত সায়েন্স-ফিকশন সিরিজ ‘ব্ল্যাকস্টোন’-এর ট্রেলারে দেখা গেল মান্নাকে। হলিউডের সুপারহিরো সিনেমার টিজার বা ট্রেলার যেমন হয়ে থাকে, তেমনই নির্মাণ। ভিএফএক্সের চমকের পর চমক শেষ হুট করে হাজির মান্না। তাও যে ভিএফএক্সের চমক। যদিও সিরিজে মান্নার উপস্থিতি ঠিক কী রূপে থাকবে, তা স্পষ্ট নয়।

সিরিজটি নির্মিত হয়েছে মান্নাকে উৎসর্গ করে। পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শাহরিয়ার গালিব।

প্রকাশিত ১ মিনিট ৬ সেকেন্ডের ট্রেলারে দেখা যায়, একটি পাথরখণ্ডের স্পর্শে বদলে যায় সিরিজটির প্রধান চরিত্রের জীবন। রয়েছে ধুন্ধুমার অ্যাকশনের আভাসও। আর শেষ দৃশ্যে দেখা মিলে প্রয়াত অভিনেতা মান্নারও।

এ বিষয়ে ইনডিপেনডেন্ট ডিজিটালকে নির্মাতা শাহরিয়ার গালিব বললেন, ‘এই সিরিজ নির্মাণে অনুপ্রাণিত হয়েছি জেমস ক্যামেরন ও ক্রিস্টোফার নোলানের কাছ থেকে। এখানে আমরা নায়ক মান্নাকে ট্রিবিউট করেছি। কারণ স্টার ওয়ার্স কিংবা অন্যান্য হলিউড মুভিতে দেখবেন প্রয়াত অভিনেতাদের কম্পিউটা কিংবা এআই প্রযুক্তির সাহায্যে আবারও অভিনয়ে ফেরানো হচ্ছে। এই জিনিসটি কিন্তু আমাদের এখানে অথবা বলিউডে তেমন প্রচলিত না। তাই ভাবলাম একবার চেষ্টা করে দেখি! অবশেষে কাজটি করলাম এবং ভালো সাড়া পাচ্ছি।’

মান্নাকে বেছে নেওয়ার কারণ সম্পর্কে এ নির্মাতা বলেন, ‘‘ছোটবেলা থেকেই মান্নাকে ভীষণ পছন্দ করি। ‘মেশিনম্যান’ ছাড়াও অনেক ইউনিক চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। আমার প্রিয় অভিনেতাদের মধ্যে মান্না একজন। সেই ভাবনা থেকেই তাকে ট্রিবিউট দেওয়া।’

এর আগে ‘দ্য ভিলেজ’ নামের শর্টফিল্ম প্রশংসা ‍কুড়িয়েছেন শাহরিয়ার গালিব। এবার আসছেন সুপারহিরো জনরার নতুন গল্প নিয়ে।

 

সিরিজটিতে দেখা যাবে, মহাকাশ থেকে একটা পাওয়ারফুল স্টোন (পাথর) এসে পৃথিবীতে পড়ে। যেখানে পড়ে, সেখানে দৈবভাবে সিরিজটির প্রধান চরিত্রটিও থাকে। সে পাথরটি দেখতে পায় এবং ছুঁয়ে ফেলে। যে কারণে ওই পাথর থেকে একটা শক্তি তার ওপর ভর করে। সে এক ধরনের ম্যাজিক্যাল পাওয়ার পায়। এতে তার দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটে। সে আর আগের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। ছড়াতে থাকে গল্পের ডালপালা। এগিয়ে যায় কাহিনি।

সিরিজটিকে তিনটি ভাগে ভাগ করেছেন গালিব। আগামী ১ এপ্রিল ইউটিউবে মুক্তি পাবে প্রথম সিজন। তারপর ১ মে উন্মুক্ত হবে এর দ্বিতীয় সিজন। আর তৃতীয় সিজনের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

ব্ল্যাকবক্স স্টুডিওর ব্যানারে নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন চট্টগ্রামের স্থানীয় অভিনয়শিল্পীরা। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফি, রাজিব, শাহরিয়ার কবির প্রমুখ। প্রযোজনা করেছেন রবিউল করিম।

‘ব্ল্যাকস্টোন’ নিয়ে প্রয়াত চিত্রনায়ক মান্নার পরিবারের অনুমতি নেওয়ার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন শাহরিয়ার গালিব। কিন্তু এখনও যোগাযোগ করতে পারেননি। তবে তিনি মান্নার পরিবারের অনুমতি নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *